‘সহনীয় মাত্রা’র করসহ সাখাওয়াতের ২৫ দফা প্রতিশ্রুতি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলে দলমত নির্বিশেষে একটি উপদেষ্টা কাউন্সিল করবেন বিএনপিদলীয় প্রার্থী অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। নগরবাসীর হোল্ডিং ট্যাক্স সহনীয় মাত্রায় রাখবেন। দূষণমুক্ত করবেন শীতলক্ষ্যা নদী।
আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান রোডে নিজের নির্বাচনী ক্যাম্পে ২৫ দফা ইশতেহার ঘোষণা করেন সাখাওয়াত হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও অর্থ সম্পাদক আবদুস সালাম।
ইশতেহারে নগরের কর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়েছেন সাখাওয়াত। তিনি বলেন, সেবার নামে জনগণের ওপর হোল্ডিং ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। উন্নয়নের নামে হচ্ছে লুটপাট। ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধির ফলে ব্যবসায়ী মহল ক্ষতিগ্রস্ত হচ্ছে। মেয়র নির্বাচিত হলে এসব কর সহনীয় মাত্রায় রাখবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।
শীতলক্ষ্যায় হবে সেতু
নারায়ণগঞ্জ শহর গড়ে উঠেছে শীতলক্ষ্যা নদীকে ঘিরে। সাখাওয়াত জানিয়েছেন, মেয়র নির্বাচিত হলে ওই নদীকে দূষণমুক্ত করবেন। নদীর দুই পাশে হাঁটার পথ হবে। পরিবেশ দূষণরোধে কার্যকর ভূমিকা রাখবেন তিনি। এ ছাড়া শীতলক্ষ্যা সেতু বাস্তবায়ন করবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন।
মাদক নিয়ন্ত্রণে কমিটি
আইনশৃঙ্খলার উন্নতি ও মাদক নিয়ন্ত্রণে মহল্লায় কমিটি করবেন বিএনপিদলীয় মেয়র পদপ্রার্থী সাখাওয়াত হোসেন খান। অবৈধ দখলদারদের হাত থেকে জমি উদ্ধার করে ভূমিহীন ও স্বল্প আয়ের মানুষের জন্য আবাসিক কলোনি নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। এ ছাড়া স্থায়ীভাবে হকারদের পুনর্বাসন করে ফুটপাত দখলমুক্ত রাখতে চান তিনি।
বর্জ্য ব্যবস্থাপনা ও পানি
জলাবদ্ধতা কমাতে বোট খাল, বোয়ালিয়া খাল, হিরালাল খাল ও বন্দরে ৩৫টি খাল পুনরুদ্ধার ও খনন করবেন বলে জানিয়েছেন সাখাওয়াত। ‘মাস্টার প্ল্যানে’র মাধ্যমে নর্দমা ব্যবস্থাপনা করবেন। বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করবেন। নলকূপ ও গভীর নলকূপের ওপর সব কর বাদ দেওয়ার ব্যবস্থা করবেন তিনি।
প্রতিটি বাজারকে আবর্জনা ও কাদামুক্ত রাখতে আধুনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান সাখাওয়াত। এ ছাড়া আবর্জনা মুক্ত রাখতে নগরে ডাম্পিং ইয়ার্ড নির্মাণের কথাও জানান তিনি।
হবে ফ্লাইওভার/আন্ডারপাস
২ নম্বর রেলগেট ও চাষাঢ়ায় দুটি ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণ করে নগরকে যানজটমুক্ত করতে চান সাখাওয়াত। এ ছাড়া যাত্রীসেবার মান বৃদ্ধির জন্য ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে কম ভাড়ায় আধুনিক বাস সার্ভিস চালু করবেন তিনি।
পরিবেশ ও শিক্ষা
আধুনিক ও পরিবেশবান্ধব শিল্প কারখানা স্থাপনের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে চান সাখাওয়াত। এ ছাড়া গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালু, বিনামূল্যে শিক্ষা উপকরণ প্রদান এবং শিক্ষার্থীদের জন্য বাস, ট্রেন ও লঞ্চে অর্ধেক ভাড়া চালু করবেন তিনি। প্রতিটি ওয়ার্ডে কম্পিউটার প্রযুক্তিসহ আধুনিক পাঠাগার ও শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র করার প্রতিশ্রুতি দিয়েছেন সাখাওয়াত।