সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকসহ দুইজন নিহত

সিরাজগঞ্জের তাড়াশ ও সদর উপজেলার সয়দাবাদে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষিকসহ দুইজন নিহত হয়েছেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ও গতকাল মঙ্গলবার রাতে তাড়াশ উপজেলার তাড়াশ-নিমগাছী আঞ্চলিক সড়কের ধাপের ব্রিজ এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের ঝাঐল গ্রামের ইউসুব আলীর ছেলে আজিজ খলিফা (২৭) ও রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের শিমলা গ্রামের আব্দুর রউফের মেয়ে স্কুলশিক্ষক আনজুয়ারা বেগম (৩৮)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুসাইন জানান, বেলা ১১টার দিকে আজিজ খলিফা ঝাঐল গ্রাম থেকে মোটরসাইকেলে সিরাজগঞ্জে আসছিলেন। তিনি সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে, গতকাল রাতে আনজুয়ারা খাতুন সিএনজিচালিতে অটোরিকশায় তাড়াশ উপজেলার ওয়াশিন গ্রামে তার বাবার বাড়ি বেড়াতে আসেন। পরে তাড়াশ-আঞ্চলিক সড়কের ধাপের ব্রিজ এলাকায় অটোরিকশা থেকে নেমে রাস্তা পারাপারের সময়ে বিপরীত থেকে আসা একটি নসিমন গাড়ি তাকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় নসিমন গাড়িটি জব্দ করা হয়েছে।