গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নবজাতকসহ নিহত ২

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-দিনাজপুর মহাসড়কে ট্রাকচাপায় রাফি (১৮ দিন) ও জাহিদুল (৫৫) নামের দুজন নিহত হয়েছেন।
নিহত নবজাতক রাফি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দারহাটা ইউনিয়নের দারিদহ গ্রামের পরাগ মিয়ার ছেলে। আর নিহত জাহিদুল ইসলাম (৫৫) গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের মৃত মিরাজ মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ২টার দিকে গোবিন্দগঞ্জ শহর থেকে ঘোড়াঘাটের দিকে যাওয়ার সময় ইজিবাইকের চাকা খুলে গেলে দ্রুত গতিতে আসা ট্রাকের চাপায় পড়ে। পরে স্থানীয়রা এসে ঘটনাস্থলে দুজনের মরদেহ দেখতে পায়। এ ছাড়া আহত আটজনকে প্রথমে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। মালবোঝাই ট্রাকটির নম্বর (ঢাকা-মেট্রো-ট ২০৬৪৬৫)।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ট্রাক আটক করা হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।