শেরপুরে মাদক ব্যবসার অভিযোগে সাতজন গ্রেপ্তার

শেরপুরের নকলায় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি
শেরপুরের নকলা উপজেলার একাধিক স্থান থেকে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত থেকে শুরু করে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত পুলিশের এই গ্রেপ্তার অভিযান চলে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আদমপুরের বাদশা মিয়া, মিলন হাসান, লিটন মিয়া, গনপদ্দী এলাকার নজরুল, বানেশ্বর্দী এলাকার মশিউর, জালালপুরের এরশাদ ও কৃষ্ণপুরের জনি। গ্রেপ্তারকৃতরা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করেছে পুলিশ।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃত সাতজনই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। পুলিশ নিশ্চিত হয়েই তাদের গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।