শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

বন্দর থানা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওই কিশোর স্থানীয় মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দি ভূইয়া জানান, অভিযুক্ত কিশোর ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে ওই শিশুটিকে তাদের বাড়িতে নিয়ে ধর্ষণের করে। এ সময় এলাকাবাসী টের পেয়ে ওই কিশোরকে হাতেনাতে ধরে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
ওসি আরো জানান, ভিকটিম শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে মামলার পর অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।