রূপগঞ্জে স্থাপন করা হচ্ছে করোনা পরীক্ষার ল্যাব

করোনাভাইরাস পরীক্ষার জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে ল্যাব স্থাপন করা হচ্ছে। এ লক্ষ্যে করোনা টেস্টের মেশিনসহ যাবতীয় সরঞ্জামও আনা হয়েছে। শিগগিরই এই ল্যাব চালু হবে বলে জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি বীর প্রতীক।
গোলাম দস্তগীর গাজী টেলিফোনে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিজস্ব অর্থায়নে ইতোমধ্যেই করোনা পরীক্ষার মেশিন পিসিআর কেনা হয়েছে। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও অবগত আছেন। তিনি এ ব্যাপারে উৎসাহিত করেছেন।
মন্ত্রী আরো জানান,ইউএস বাংলা হাসপাতালের সহযোগিতায় রূপগঞ্জের কাঞ্চন সেতু সংলগ্ন বেস্টওয়ে গ্রুপের নির্জন স্থানে এই ল্যাব স্থাপনের কাজ চলছে। চার-পাঁচ দিনের মধ্যেই স্থাপনের যাবতীয় কাজ সম্পন্ন হবে।
গোলাম দস্তগীর গাজী বলেন, করোনা পরীক্ষার এটি একটি উপযুক্ত জায়গা। নারায়ণগঞ্জ জেলাসহ আশেপাশের জেলার লোকেরাও সহজে এসে এই ল্যাবে করোনা পরীক্ষা করাতে পারবেন।