রংপুরে বিএনপির বিক্ষোভ

জ্বালানি তেল ও পরিবহণ ভাড়াসহ সব নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে রংপুরের বদরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ডাকে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। পরে বদরগঞ্জ উপজেলা জিতেন দত্ত মঞ্চে সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মঈন উদ্দিন ও সদস্য সচিব আনিসুর রহমান লাকু, মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজোর নদীর ডন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফসার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আখতারুজ্জামান টিটু, বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পরিতোষ চক্রবর্তী, বদরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি উত্তম কুমার সাহা, বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী প্রভাষক আজিজুল হক, জেলা বিএনপি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাজি খয়রাত প্রমুখ।