ময়মনসিংহে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

ময়মনসিংহে আজ রোববার দুপুরে এনা ট্রান্সপোর্টের উদ্যোগে পাঁচ শতাধিক ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ছবি : এনটিভি
ময়মনসিংহে পাঁচ শতাধিক ছিন্নমূল শীতার্ত নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলমাঠে এই কম্বল বিতরণ করেন ‘এনা ট্রান্সপোর্ট’ বাস সার্ভিস কর্তৃপক্ষ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনা ট্রান্সপোর্টের জেনারেল ম্যানেজার আতিকুল আলম আতিক। আরো উপস্থিত ছিলেন সহকারী জেনারেল ম্যানেজার মাইনুদ্দিন স্বপন ও স্থানীয় ব্যবস্থাপক রতন পণ্ডিত।
কম্বল বিতরণের আগে বক্তব্যে এনা ট্রান্সপোর্টের জেনারেল ম্যানেজার আতিকুল আলম আতিক ট্রান্সপোর্ট মালিকের জন্য দোয়া প্রার্থনা করেন।