ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯১

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৩৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৬০ জনে। আজ শনিবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৯১ জন ভর্তি হয়েছে। এ ছাড়া নতুন করে একজনের মৃত্যু হয়েছে। তবে এর আগে গত ৭ জুন ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
হাসপাতালে নতুন করে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ২০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৬৩ জন, খুলনা বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, ময়মনসিংহে ১১ জন এবং রংপুর বিভাগে দুইজন রয়েছেন।