ময়মনসিংহে করোনা ও উপসর্গে সাতজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, মৃত সাতজনের মধ্যে তিনজন করোনায় আক্রান্ত হয়ে এবং চারজন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছে আরও একজন। এ নিয়ে জেলায় মোট মারা গেল ২৪১ জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন ত্রিশালের মনির উদ্দিন (৯১), গৌরীপুরের খোদেজা (৭৫) এবং জামালপুরের দেওয়ানগঞ্জের শহিদুল্লাহ (৫৫)।
এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছে ময়মনসিংহের নান্দাইলের মদিনা (২০) ও রুবিয়া (৬৪), গৌরীপুরের সুনীল পত্রনবীশ (৭৬) এবং নেত্রকোনার পলাশ সরকার (৫৫)।
ডা. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছে ২৮৬ জন, আইসিইউতে আছে ২২ জন।
গতকাল বুধবার দিবাগত রাতে সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘন্টায় ৯৬৭টি নমুনা টেস্টের মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৬৬ জন এবং আরটিপিসিআর ল্যাব টেস্টে ১২১ জনসহ মোট ১৮৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ময়মনসিংহ সদরের ৯৭ জন, নান্দাইলের দুজন, ঈশ্বরগঞ্জের দুজন, গৌরীপুরের আটজন, ফুলপুরের ১০ জন, তারাকান্দার দুজন, হালুয়াঘাটের দুজন, ধোবাউড়ার একজন, মুক্তাগাছার সাতজন, ফুলবাড়িয়ার পাঁচজন, ত্রিশালের ১৫ জন, ভালুকার ২৮ জন ও গফরগাঁওয়ের আটজন।
এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ১৯ হাজার ৬২৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। সুস্থ হয়েছে ১৫ হাজার তিনজন। বাকি চার হাজার ৬২০ জন এখনও জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।