মানিকগঞ্জে দুস্থদের মাঝে সাংবাদিকদের ত্রাণ বিতরণ

আজ বুধবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে কর্মহীন ও দুস্থ তিন শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন সাংবাদিকরা। ছবি : এনটিভি
মানিকগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মাহাবুব মোর্শেদ হাসান রুনুর পক্ষ থেকে কর্মহীন ও দুস্থ তিন শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন সাংবাদিকরা। আজ বুধবার দুপুরে প্রেসক্লাব চত্বরে দুস্থ ব্যক্তিদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
সামাজিক দূরত্ব রক্ষা করে ত্রাণ বিতরণ করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাবেক সহসভাপতি সাব্বিরুল ইসলাম সাবু ও আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মিহির, সাবেক যুগ্ম সম্পাদক মতিউর রহমান, দপ্তর সম্পাদক আকরাম হোসেন, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিপন আনছারী, নির্বাহী সদস্য আব্দুল মোমিন প্রমুখ।