হাসপাতালের লিফটের নিচ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের নিচ থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুরে কোতোয়ালি থানা পুলিশ হাসপাতালের ১০তলা ভবনের ২ নম্বর লিফটের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম রাজু মাতুব্বর (৪২)। তিনি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত শহীদ মাতুব্বরের ছেলে।
রাজু ১৫ জুলাই হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি হয়েছিলেন বলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানিয়েছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও রাজুর প্রতিবেশী মুরাদ শেখ জানান, পারিবারিক ঝামেলার কারণে স্ত্রী রাজুকে ছেড়ে চলে যান। এরপর থেকে তিনি এক ধরনের মানসিক সমস্যায় ভুগছিলেন। তাঁর মা-বাবাও নেই। কয়েক দিন আগে একজনের সঙ্গে মারামারি করে তিনি একাই গিয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁর সঙ্গে কেউ ছিল না।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে ওই লিফট দিয়ে লিফট মেরামতের মালপত্র নিয়ে ওপরে উঠছিলেন মেকানিক ও একজন ওয়ার্ড মাস্টার। তখন তাঁরা দুর্গন্ধ পান। পরে লিফটের নিচের অংশ খুলে পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি হাসপাতালের পরিচালককে জানালে রাতেই তা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ আজ দুপুরে মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।