পটুয়াখালীতে নদী থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে দুদিনে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) একটি এবং গতকাল মঙ্গলবার একটি মরদেহ উদ্ধার করা হয়।
আজ সকাল ৮টার দিকে লোহালিয়া নদীর ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় রেজাউল (২৮) নামে এক অটোরিকশাচালকের মরদেহ। তিনি সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে। গত সোমবার সকালে রেজাউল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে রাতে কাশিপুর রোড থেকে তার অটোরিকশা উদ্ধার করে পুলিশ। এর একদিন পর নদীতে ভেসে ওঠে তার মরদেহ।
এর আগে গতকাল মঙ্গলবার দিনগত গভীর রাতে পৌর শহরের লোহালিয়া সেতুর নিচ থেকে উদ্ধার করা হয় ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তুহিন হাওলাদারের (২৫) মরদেহ। তিনি স্থানীয় কালাম হাওলাদারের ছেলে। পরিবারের দাবি, সোমবার রাতে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। প্রায় ২৪ ঘণ্টা পর তার মরদেহ ভেসে ওঠে। নিহত তুহিন স্ত্রী, পাঁচ বছরের মেয়ে ও মাত্র দুই মাস বয়সী নবজাতক সন্তান রেখে গেছেন।
টানা দুদিনে ধারাবাহিকভাবে দুই যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক জসিম উদ্দিন বলেন, সোমবার রাতে তাদের কোনো অভিযান পরিচালনা করা হয়নি।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুই যুবকের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।