কুলাউড়া সীমান্ত থেকে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত এলাকা থেকে তিন যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) দিনগত রাতে শরীফপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তিন যুবক হলেন- সোহাগ মিয়া (২৩), মাসুক রহমান মন্টুরি (২০) ও সিপার আহমদ (২২)।
এলাকাবাসী জানায়, রাতে বাংলাদেশ সীমান্তের ভেতর শরীফপুর ইউনিয়নের হরিপুর এলাকায় সোহাগ, মাসুক ও সিপার মাছ ধরছিলেন। এ সময় বিএসএফের সদস্যরা এসে তাদের চোরাকারবারি সন্দেহে আটক করে নিয়ে যায়।
শ্রীমঙ্গল বিজিবি ৪৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ফিরোজ হোসেন বলেন, শরীফপুর সীমান্ত থেকে তিন যুবককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার তথ্যটি পেয়েছি। স্থানীয় বিজিবি ক্যাম্পের মাধ্যমে এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এখন পর্যন্ত তিন যুবককে ধরে নিয়ে যাওয়ার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিতা রাণী দাস বলেন, তিনজন রাতে মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ বিএসএফ সদদ্যরা এসে তাদের ধরে নিয়ে যায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ‘শরীফপুর সীমান্ত এলাকা থেকে তিন যুবককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। বিস্তারিত খোঁজ নিচ্ছি।