সবজি বিক্রেতাকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফেনীর পরশুরামের সীমান্তবর্তী এলাকা থেকে নুরুল ইসলাম (৬৩) নামে এক বৃদ্ধ সবজি বিক্রেতাকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে ২১৭৪নং সীমান্ত পিলার সংলগ্ন বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আজ সকাল ৯টার দিকে নুরুল ইসলাম সীমান্ত এলাকায় গেলে বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাকে ধরে নিয়ে যায়।
স্থানীয় রবিউল হক জানান, নুরুল ইসলাম কৈয়ারকোনা গ্রামের সুলতান আহাম্মদ ও হালিমা খাতুনের ছেলে। তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। তিনি গ্রাম থেকে তরকারি কিনে বাজারে নিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তিনি একজন প্রতিবন্ধী।
বিজিবি ফেনী ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অধিনায়ক বলেন, কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফের সঙ্গে কথা হয়েছে। তারা ওই ব্যক্তিকে ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে।