বিয়ের কথা বলে বাড়িতে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

বিয়ের কথা বলে প্রেমিকাকে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগে রুবেল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে জেলা সদরের কামারিয়া ইউনিয়নের গোলাকামারিয়া এলাকার নিজ বাড়ি থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর সদরের সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া মামলা ও ভিকটিমের স্বজনদের বরাত দিয়ে জানিয়েছেন, ওই তরুণীকে রুবেল দীর্ঘদিন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। এক পর্যায়ের বিয়ের প্রলোভনে ওই তরুণীকে গত বছরের আগস্ট মাসে কাজী অফিসে ও নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের কথার ঘোষণা দেয়। সে অনুযায়ী নীল একটি কাগজে স্বাক্ষর দেন মেয়েটি।
এরপর রুবেল তরুণীকে দুই সপ্তাহের বেশি সময় বাসায় রেখে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এরপরেই বদলে যান রুবেল। তরুণীকে গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেন এবং বিয়ের কথা অস্বীকার করেন।
এদিকে তরুণীর বাবা স্থানীয় কাজী আব্বাছ উদ্দিনের কাছে বিয়ের বিষয়টি জানতে চাইলে তিনি বিয়ে পড়ানোর কথা অস্বীকার করেন। এরপর তরুণী নিজে বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে মামলা করেন। এরপর গতকাল রাতে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, গ্রেপ্তারকৃত রুবেলকে আজ সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।