হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করতে দুদকের চিঠি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির পদক্ষেপ নিতে বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টারে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) প্লট জালিয়াতির মামলার সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তারা এই চিঠি পাঠান।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুদক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির উপ-পরিচালক (গণসংযোগ) আকতারুল ইসলাম।
পুলিশ হেড কোয়ার্টারে পাঠানো চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার ছেলে বিদেশে পালিয়ে গেছেন। ন্যায় বিচারের স্বার্থে আসামির অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছেন।
অন্যদিকে, চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাৎসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন বিচারিক আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। গেল ২০ মার্চে জিএম কাদের দম্পতির বিরুদ্ধে অনুসন্ধানে নামে সংস্থাটি।