নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় ছয়জনের মৃত্যু

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কোভিড ইউনিট। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নারী ও পাঁচজন পুরুষ। আজ রোববার সকালে জেলার সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ জানান, গতকাল ৯৬১ জনের নমুনা পরীক্ষা করে ১৭৭ জনের শরীরে করোনা সংক্রমণের অস্তিত্ব পাওয়া গেছে। আক্রান্তের হার ১৮ দশমিক ৪২ জন।
গতকালের মতো আজও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ টি ওয়ার্ডে টিকা দেওয়া হয়। প্রতি ওয়ার্ডে ৬০০ জন লোককে টিকা দেওয়া হয়। জেলার পাঁচটি উপজেলার প্রতি ইউনিয়নে দিনে ২০০ জনকে টিকা দেওয়া হচ্ছে। মানুষের উপস্থিতি অনুযায়ী সীমিত সংখ্যক টিকা হওয়ায় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।