নাটোরে পুলিশের মামলায় বিএনপিনেতা কারাগারে

নাটোরের বড়াইগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : এনটিভি
নাটোরের বড়াইগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনিকে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ শরীফ উদ্দীনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৭ জানুয়ারি বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজারে বিএনপির রাজনৈতিক কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রনিসহ দেড়শজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ।
মামলায় অপর সব অসামি জামিনে রয়েছেন বলে জানান বিএনপিনেতা অ্যাডভোকেট রুহুল আমিন টগর।