নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গুরুদাসপুর থানা। ফাইল ছবি
নাটোরের গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল ওহাব (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল ওহাব চাটমোহর উপজেলার ছাইখোলা গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, ট্রাকের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আব্দুল ওহাবকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করতে হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে।