দিনাজপুরে করোনায় চিকিৎসকের মৃত্যু

দিনাজপুরের বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফাইল ছবি
দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. মোরশেদুল আলম চৌধুরী (৩৯) নামের এক আয়ুর্বেদিক চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে তিনি মারা যান।
ডা. মো. মোরশেদুল আলম চৌধুরী দিনাজপুরের বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়ুর্বেদিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের শালকি গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বলেন, ডা. মো. মোরশেদুল আলম চৌধুরী গত ৩ মে করোনায় আক্রান্ত হন। ওই দিনই তিনি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়।
সিভিল সার্জন আরও জানান, জেলায় এখন পর্যন্ত ১২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।