গৌরীপুরে দুটি দোকানে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতির আশঙ্কা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মধ্যবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ইশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী এবং ইশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন বলেন, ‘গৌরীপুরে মধ্যবাজারে জনতা ব্যাংকের শাখা রয়েছে। তার পাশেই স্টুডেন্ট লাইব্রেরি নামের একটি বইয়ের দোকান এবং একটি বড় মুদির দোকান রয়েছে। এ দুই দোকানে গতকাল দিবাগত রাত দেড়টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এই দুই দোকান যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য আমরা সজাগ ছিলাম। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের এই কর্মকর্তার।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ‘ঘটনাস্থলের পাশেই একটি আর্থিক প্রতিষ্ঠানের শাখা থাকায় সঙ্গে সঙ্গে গৌরীপুর থানার পুলিশ স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’