গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ নিহত ২

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনা এক ছাত্রসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের জেলার সদর উপজেলার পাথালিয়া এবং বৃহস্পতিবার রাতে একই সড়কের ঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার শ্রীরামপুর গ্রামের বিশ্বজিৎ মণ্ডল (২৫)। তিনি বাগেরহাটের পিসি কলেজের ছাত্র। অপর নিহত লাবণী বেগম (২৬) সদর গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের মানিকহার গ্রামের তাওহীদ মোল্লার স্ত্রী।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে জেলা শহরের নীচুপাড়া থেকে মাহেন্দ্র পরিবহনে ঘোনাপাড়া যাচ্ছিল বিশ্বজিৎ। মাহেন্দ্রটি ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে বিশ্বজিৎ নিহত ও অপর দুজন আহত হন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ঘোনাপাড়ায় ঢাকা-খুলনা মহাসড়ক পারাপারের সময় একটি মাইক্রোবাস লাবণী বেগমকে চাপা দেয়। পরে তাঁকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।