গোপালগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বেড়েছে শীত

গোপালগঞ্জে বৃষ্টি ও ঘন কুয়াশার সঙ্গে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির পর হাড়কাঁপানো শীত শুরু হয়। জেলার অধিকাংশ স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
আগামীকাল শুক্রবারও এ ধরনের বৃষ্টি অব্যাহত থাকবে। এ ছাড়া শনিবার মেঘ কেটে যাওয়ার পর শীতের তীব্রতা আরো বাড়তে পারে বলে গোপালগঞ্জ আবহাওয়া কার্যালয় জানিয়েছে।
শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে জেলার ছিন্নমূল, গরিব ও খেটেখাওয়া মানুষরা। আজ বৃহস্পতিবার সকাল থেকেই গোপালগঞ্জের তাপমাত্রা কমতে শুরু করে। দুপুর সাড়ে ১২টার দিকে হালকা বৃষ্টির পর হিমেল হাওয়া আরো বেগবান হয়। এরপর থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছে।
হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। চিকিৎসা নিতে ছুটছেন হাসপাতালগুলোতে। মহাসড়কসহ বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।
গোপালগঞ্জ আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, ‘গতকাল বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এখানে দুপুর থেকে থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে এখানে বেশি শীত অনুভূত হচ্ছে। শুক্রবারও হালকা বৃষ্টি হতে পারে।’
শনিবার মেঘ কেটে গেলে শীতের প্রকোপ আরো বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।