গফরগাঁওয়ে হত্যা মামলার আসামি মেম্বার পদপ্রার্থী গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচবাগ ইউপির মেম্বার পদপ্রার্থী ও হত্যা মামলার প্রধান আসামি রফিউল আলম ছিদ্দিকী জিতু। ছবি : এনটিভি
ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচবাগ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রফিউল আলম ছিদ্দিকী জিতুকে (৩০) গ্রেপ্তার করেছে পাগলা থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল নলচিড়া এলাকায় তিনি তার মোরগ প্রতীকের নির্বাচনী প্রচারণা চালাতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, ২০১৬ সালে পাঁচবাগ ইউনিয়নের চৌকা গ্রামের প্রবাসী সবুজ হত্যা মামলায় প্রধান আসামি।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেদুজ্জামান বলেন, গ্রেপ্তারি পরোয়ানা মূলে প্রবাসী সবুজ হত্যা মামলার প্রধান আসামি জিতুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জিতুকে আজ বুধবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।