ময়মনসিংহে বিএনপি নেতারা
খালেদা জিয়ার মুক্তি না হলে সরকার পতনের আন্দোলন

আজ মঙ্গলবার দুপুরে শহরের দলীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে যৌথ সমাবেশ। ছবি : এনটিভি
কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি না হলে সরকার পতনে এক দফার বৃহত্তর আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহাবুবুর রহমান লিটন। এ জন্য তিনি নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
আজ মঙ্গলবার দুপুরে শহরের দলীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে যৌথ সমাবেশে ডা. লিটন এসব কথা বলেন।
এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী প্রমুখ।
এর আগে মানবাধিকার দিবস উপলক্ষে শহরে বিএনপি নেতাকর্মীরা শোভাযাত্রা করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।