কিশোরগঞ্জে ১২০০ ইয়াবাসহ আইনজীবী ও কিশোরী গ্রেপ্তার

এক হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আইনজীবী ও এক কিশোরীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বত্রিশ বিলপাড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক আইনজীবী হলেন নিকলী উপজেলার ছেত্রা গ্রামের জহুরুল ইসলাম স্বপন (৪৯)। আর আটক কিশোরীর বাড়ি সদর উপজেলায়।
র্যাবের কোম্পানি কমান্ডার ও উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে শহরের বত্রিশ বিলপাড় এলাকা থেকে জহুরুল ইসলাম স্বপন ও ওই কিশোরীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।’
এম শোভন খান আরো বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামি মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ওই আইনজীবী এর আগে মাদক ও অস্ত্র মামলায় কয়েকবার গ্রেপ্তার হন। তিনি ওই কিশোরীকে দিয়ে মাদক বহনের কাজ করাতেন। এ ঘটনায় দুই আসামির বিরুদ্ধে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’