ইউপি চেয়ারম্যানের বাসায় গিয়ে মার খেলেন সদস্য

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মফিজুন নূর খোকা একই ইউপির সদস্য হাবিবুর রহমান হবিকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।
ভাংনামারি ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান অভিযোগ করেন, গত বৃহস্পতিবার ইউপি চেয়ারম্যান মফিজুন নূর খোকার ময়মনসিংহ কলেজ রোডের বাসায় গেলে তাঁকে মারধর করা হয়। তাঁকে মাথায়, বুকে ও চোখে আঘাত করে আহত করা হয়। এ ঘটনায় বিচারের দাবি জানিয়েছেন তিনি।
আজ শনিবার সকালে হাবিবুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘চেয়ারম্যান শহরে থাকেন, এলাকায় কম আসেন। ফলে একটি জন্ম নিবন্ধনে স্বাক্ষর নেওয়ার জন্য শহরে কলেজ রোডে চেয়ারম্যানের বাসায় যাই। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান খোকা আমাকে লাথি, কিলঘুষি ও মারধর করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আমি কোনোমতে জীবন নিয়ে পালিয়ে আসি। আমি এখন অসুস্থ। ইউপি সদস্য ও স্থানীয়রা এখন যা করবেন, আমি তাতেই রাজি।’
এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান মফিজুন নূর খোকা বলেন, ‘সেদিন রাত ৮টার দিকে আমি ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম। হাবিবুর রহমান হবি আমার বেডরুমে ঢোকার চেষ্টা করেন। কাজের মেয়ে বাধা দিলে তাঁকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জোর করে আমার বেডরুমে ঢুকে বিছানায় বসে পড়েন। এরপর আমি তাঁকে ধমক দেই। তিনি বের হয়ে কলেজ রোড মোড়ে গিয়ে আমাকে গালাগাল করেছেন। আমি তাঁকে বোঝানোর জন্য রাস্তা থেকে ধরে বাসায় এনেছিলাম। তাঁকে মারধর করার কথা সঠিক নয়।’
গত নির্বাচনে চেয়ারম্যান মফিন নূর খোকা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হন।