এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে জরুরি টারবাইন সক্রিয়, নিরাপদে অবতরণ

অমৃতসর থেকে বার্মিংহামগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ উড়োজাহাজের জরুরি র্যাম এয়ার টারবাইন (র্যাট) অবতরণের সময় হঠাৎ সক্রিয় হয়ে যায়। তবে সবকিছু স্বাভাবিক থাকায় উড়োজাহাজটি বার্মিংহামে নিরাপদে অবতরণ করেছে বলে শনিবার (৪ অক্টােবর) এক বিবৃতিতে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার এআই ১১৭ ফ্লাইটের ফাইনাল অ্যাপ্রোচের সময় উড়োজাহাজের র্যাট সক্রিয় হয়। সাধারণত ইঞ্জিন বা ইলেকট্রনিক–হাইড্রোলিক সিস্টেম পুরোপুরি অকেজো হলে র্যাট স্বয়ংক্রিয়ভাবে চালু হয় এবং বাতাসের গতিকে ব্যবহার করে জরুরি বিদ্যুৎ সরবরাহ করে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, উড়োজাহাজের বৈদ্যুতিক ও হাইড্রোলিক সবকিছুই স্বাভাবিক ছিল এবং যাত্রীদের কোনো ঝুঁকি হয়নি। তবে উড়োজাহাজটি আপাতত গ্রাউন্ডেড করে রাখা হয়েছে এবং বার্মিংহাম–দিল্লি ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের ১২ জুন এয়ার ইন্ডিয়ার আরেকটি বোয়িং ৭৮৭-৮ উড়োজাহাজ (ফ্লাইট এআই ১৭১) আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইক যাওয়ার পথে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। মেডিকেল হোস্টেল কমপ্লেক্সে আছড়ে পড়া সেই দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা ২৪১ জনসহ মোট ২৬০ জন নিহত হন।

ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) ওই দুর্ঘটনার তদন্ত করছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের ইঞ্জিন ফুয়েল কন্ট্রোল সুইচ উড্ডয়নের কয়েক সেকেন্ড পর হঠাৎ বন্ধ হয়ে যায়। একজন পাইলট অন্যজনকে জিজ্ঞেস করেছিলেন কেন তিনি বন্ধ করেছেন, উত্তরে অন্যজন জানান—তিনি করেননি। পরে সুইচ আবার চালু করা হলেও ইঞ্জিনের গতি আর বাড়ানো যায়নি।
যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা বোয়িং এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।