ডেনমার্কের চার বিমানবন্দরে অজ্ঞাত ড্রোন শনাক্ত

গত ২৩ সেপ্টেম্বর ডেনমার্কের কোপেনহেগেন বিমানবন্দরের যাত্রীরা নতুন টিকিট পেতে লাইনে দাঁড়িয়ে আছেন। ছবি : এএফপি
ডেনমার্কের চারটি বিমানবন্দরে অজ্ঞাত ড্রোন উড়তে দেখা গেছে। ফলে একটি বিমানবন্দরে কয়েক ঘণ্টার জন্য উড্ডয়ন বন্ধ করে দেওয়া হয়। ডেনিশ পুলিশ জানায়, স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ড্রোনগুলো দেখা যায়। খবর এএফপির।
পুলিশের বিবৃতি অনুযায়ী, ড্রোনগুলো আলবোর্গ, এসবিয়ের্গ, সন্ডারবোর্গ ও স্ক্রাইডস্ট্রপ বিমানঘাঁটিতে উড়তে দেখা গিয়েছিল। পরে অবশ্য ড্রোনগুলো নিজ থেকেই চলে যায়।
মাত্র দুই দিন আগে কোপেনহেগেন বিমানবন্দরেও একই ধরনের অজ্ঞাত ড্রোন ওড়াউড়ির কারণে বিমান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল।

কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ড্রোনগুলোর মালিক বা উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। বারবার এই ধরনের ড্রোন শনাক্ত হওয়ার ঘটনা ডেনিশ কর্তৃপক্ষের জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।