নোবেল পেতে চাইলে গাজা যুদ্ধ বন্ধ করুন : ট্রাম্পকে ম্যাক্রোঁ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার পেতে চান, তাহলে তার উচিত গাজায় চলমান যুদ্ধ বন্ধ করা। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক থেকে ফ্রান্সের বিএফএম টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ এই মন্তব্য করেন। খবর রয়টার্সের।
ম্যাক্রোঁ জোরালোভাবে বলেন, ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে যুদ্ধ বন্ধ করার ক্ষমতা শুধু ট্রাম্পেরই রয়েছে। তিনি বলেন, ‘একজন ব্যক্তি আছেন যিনি এই বিষয়ে কিছু করতে পারেন, তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট।’
ম্যাক্রোঁ যুক্তি দেন যে, যুক্তরাষ্ট্র এই বিষয়ে অনেক বেশি কিছু করতে পারে, কারণ গাজায় যুদ্ধ পরিচালনার জন্য ইসরায়েলকে যে অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করা হয়, তা মার্কিন যুক্তরাষ্ট্রই করে। ফ্রান্স বা অন্য কোনো দেশ সেই ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহ করে না।
মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে ট্রাম্প পশ্চিমা মিত্রদের ফিলিস্তিনি রাষ্ট্রকে সমর্থন করার পদক্ষেপ প্রত্যাখ্যান করে একে ‘হামাস জঙ্গিদের জন্য একটি পুরস্কার’ হিসেবে আখ্যা দেন।
ট্রাম্পের ভাষণ নিয়ে আলোচনা করতে গিয়ে ম্যাক্রোঁ বলেন, আমি একজন আমেরিকান প্রেসিডেন্টকে দেখতে পাচ্ছি, যিনি আজ সকালে মঞ্চ থেকে পুনরাবৃত্তি করেছেন— ‘আমি শান্তি চাই, আমি সাতটি সংঘাতের সমাধান করেছি’। যিনি নোবেল শান্তি পুরস্কার চান। নোবেল শান্তি পুরস্কার কেবল তখনই সম্ভব যদি আপনি এই সংঘাত বন্ধ করেন।

কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের মতো দেশগুলো শান্তি চুক্তি এবং যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার জন্য ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে। ট্রাম্প নিজেও দাবি করেছেন, তিনি তার পূর্বসূরিদের চেয়ে বেশি শান্তির জন্য কাজ করেছেন।