ইসরায়েলকে ‘শাস্তি’ দেওয়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর

ইসরায়েলকে তাদের ‘অপরাধের’ জন্য শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) দোহায় আরব ও মুসলিম নেতাদের এক জরুরি বৈঠকের আগে তিনি এই আহ্বান জানান। কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলার পর এই বৈঠকের আয়োজন করা হয়। খবর বার্তা সংস্থা এএফপির।
সভায় কাতারের প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্বিচারিতা বন্ধ করে ইসরায়েলের করা সমস্ত অপরাধের জন্য শাস্তি দেওয়া। ফিলিস্তিনি জনগণকে তাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করার উদ্দেশ্যে যে যুদ্ধ চলছে, তা সফল হবে না।
এই সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট, ইরাকের প্রধানমন্ত্রী ও ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতারা যোগ দিচ্ছেন। সেখানে ইসরায়েলি হামলার বিরুদ্ধে একটি প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে।
হামাস আশা প্রকাশ করছে, এই বৈঠক থেকে ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী এবং ঐক্যবদ্ধ সিদ্ধান্ত আসবে।

এর আগে গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাতারের দোহায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, সেখানে অবস্থান করে হামাস নেতারা গাজায় যুদ্ধ পরিচালনা করছে।
উল্লেখ্য, এই অঞ্চলে যুদ্ধ বন্ধের জন্য মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাতার। একই সঙ্গে দেশটিতে যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক ঘাঁটি রয়েছে।