ইসরায়েলের সঙ্গে পশ্চিম তীরকে যুক্ত করার পরিকল্পনায় আরব আমিরাতের হুঁশিয়ারি

অধিকৃত পশ্চিম তীরকে পুরোপুরি ইসরায়েলের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিলে তা চূড়ান্ত সীমা লঙ্ঘনের শামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটি বলছে, এই পদক্ষেপ ২০২০ সালে স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির মূল চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে, যার মাধ্যমে ইসরায়েল ও ইউএইর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়েছিল।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জনানো হয়।
আরব আমিরাতের জ্যেষ্ঠ কূটনীতিক লানা নুসেইবেহ বলেছেন, ইসরায়েলের এ ধরনের পদক্ষেপ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দ্বি–রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে নস্যাৎ করে দেবে।
ইসরায়েলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরের প্রায় চার-পঞ্চমাংশকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার প্রস্তাব উত্থাপন করার পরই আরব আমিরাত এই কঠোর অবস্থান ব্যক্ত করল।
১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে নেয়। আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ হলেও ইসরায়েল সেখানে প্রায় ১৬০টি বসতি স্থাপন করেছে। ফিলিস্তিন ওই অঞ্চলকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসেবে দেখে। বর্তমানে এই অঞ্চলে প্রায় ৭ লাখ ইহুদি এবং ৩৩ লাখ ফিলিস্তিনি বসবাস করে।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে ইউএই, বাহরাইন ও মরক্কো পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ওই চুক্তির একটি অন্যতম শর্ত ছিল, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরের কিছু অংশ ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত রাখবেন।

লানা নুসেইবেহ বলেন, শুরু থেকেই আমরা আব্রাহাম চুক্তিকে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখা ও তাদের স্বাধীন রাষ্ট্রের বৈধ আকাঙ্ক্ষার পক্ষে একটি কূটনৈতিক সুযোগ হিসেবে দেখেছি। পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত ইউএইর জন্য চরম সীমা লঙ্ঘনের শামিল হবে।
আরব আমিরাতের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ)। তবে ইসরায়েলি সরকার এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।