নাইজেরিয়ায় মসজিদে বন্দুকধারীদের হামলা, নিহত ২৭

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যের একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হাসপাতাল কর্মকর্তা ও একজন গ্রামপ্রধানের বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
গ্রামবাসীরা জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর ৪টার দিকে মালুমফাশির এলাকার প্রত্যন্ত গ্রাম উঙ্গুয়ান মানটাউয়ের একটি মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে জড়ো হলে বন্দুকধারীরা মসজিদের ভেতরে গুলি চালায়।
এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং উত্তর-মধ্য অঞ্চলে এমন হামলা প্রায়ই ঘটে। সাধারণত জমি এবং পানি নিয়ে স্থানীয় পশুপালক ও কৃষকদের মধ্যে বিভেদের জেরে এসব হামলা হয়ে থাকে।
সাম্প্রতিক বছরগুলোতে এই সংঘাত আরও মারাত্মক হয়ে উঠেছে। গত জুন মাসে উত্তর-মধ্য নাইজেরিয়ায় এক হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই সহিংসতাকে ‘প্রতিদিনের রক্তপাত’ বলে অভিহিত করে সরকারকে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

বেনু রাজ্যের কমিশনার নাসির মুয়াজু বলেন, মঙ্গলবার এই রক্তক্ষয়ী ঘটনার পর উঙ্গুয়ান মানটাউ এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।