রাশিয়ার কারখানায় বিস্ফোরণে নিহত ১১, আহত ১৩০

রাশিয়ার রায়জান অঞ্চলের কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি : ইউনাইটেড টোয়েন্টিফোর মিডিয়া
রাশিয়ার রায়জান অঞ্চলের একটি কারখানায় বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৩০ জন। আজ শনিবার (১৬ আগস্ট) রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করে মন্ত্রণালয়। যদিও দেশটির কর্তৃপক্ষ এটিকে একটি সাধারণ কারখানা বলেছেন। তবে গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এটি ছিল ‘ইলাস্টিক’ নামের একটি গানপাউডার ও গোলাবারুদ তৈরির কারখানা।
মন্ত্রণালয় আরও জানায়, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ পরিষ্কার করতে নিরলসভাবে কাজ করছেন।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালে একই কারখানায় এক বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছিলেন। রাশিয়ায় এমন মারাত্মক দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে। এই দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ একদিনের শোক ঘোষণা করেছে।