পুতিনের মাথার ওপর বি-২ বোমারু বিমান ওড়াল যুক্তরাষ্ট্র

আলাস্কার একটি মার্কিন বিমান ঘাঁটিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানানোর সময় সামরিক শক্তি প্রদর্শন করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৫ আগস্ট) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পুতিন যখন এলমেনডর্ফ-রিচার্ডসন জয়েন্ট বেসে লাল গালিচার ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন আকাশে বি-২ বোমারু বিমান ও অন্যান্য যুদ্ধবিমান ফ্লাইওভার পরিচালনা করে।
দুই নেতার উপস্থিতিতে আকাশে চারটি এফ-৩৫ ও একটি বি-২ স্পিরিট বোমারু বিমান উড়ে যায়। এই বি-২ বোমারু বিমানের দু’পাশে ছিল এফ-২২ যুদ্ধবিমান।
এই ফ্লাইওভারটি পুতিনের সঙ্গে আলোচনার আগে ট্রাম্পের ব্যক্তিগত নির্দেশে হয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে, রাশিয়াও একটি পারমাণবিক শক্তিধর দেশ হওয়ায় এই মহড়াটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বি-২ বোমারু বিমানকে মার্কিন সামরিক শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এই বিমানগুলো একটানা বিশ্বজুড়ে উড়তে সক্ষম এবং প্রচলিত ও পারমাণবিক উভয় ধরনের অস্ত্র বহন করতে পারে।
গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য যুক্তরাষ্ট্র যে ধরনের বোমারু বিমান ব্যবহার করেছিল, এটি সেই একই ধরনের বিমান। ওই হামলায় সাতটি বি-২ বিমান মিসৌরির হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে সরাসরি ইরানে ৩৬ ঘণ্টা উড়ে গিয়েছিল।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প বারবার বি-২ বিমানের শক্তি ও এর পাইলটদের দক্ষতার প্রশংসা করে আসছেন। তিনি দাবি করেছেন, এই বিমান ব্যবহার করে লক্ষ্যবস্তুগুলো ‘নিশ্চিহ্ন’ করা হয়েছে।
যদিও মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো মূল্যায়ন করা হচ্ছে।