তুরস্কে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) এর তথ্যমতে স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে দেশটির বৃহত্তম শহর ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকেসির প্রদেশে এ ভূমিকম্প অনুভূত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল সিন্দিরগি শহরে ধ্বংসস্তূপ থেকে ৮১ বছর বয়সী এক নারীকে উদ্ধার করার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। এছাড়াও ভূমিকম্পের ফলে ১৬টি ভবন ধসে পড়ে এবং ২৯ জন আহত হয়।
স্থানীয় মেয়র সেরকান সাক জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল বালিকেসির প্রদেশের সিনদিরগিতে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে বলে খবর পাওয়া গেছে। শহরের কেন্দ্রে একটি তিনতলা ভবন ধসে পড়েছে, যেখানে ছয়জন বাসিন্দা ছিলেন। তিনতলা ভবনের ধ্বংসস্তূপ থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, "সমস্ত উদ্ধার প্রচেষ্টা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সৃষ্টিকর্তা আমাদের দেশকে যেকোনো ধরণের দুর্যোগ থেকে রক্ষা করুন।"
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, "অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। আর কোনও গুরুতর ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।"
তবে সিন্দিরগি থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, বড় বড় ভবনগুলি ধ্বংসাবশেষের স্তূপে রূপ নিয়েছে।

উল্লেখ্য, তুরস্ক তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটিতে ঘন ঘন ভূমিকম্পের ঘটনা ঘটে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। প্রতিবেশী সিরিয়ায়ও ৫ হাজার মানুষ নিহত হয়।