চীনে আকস্মিক বন্যায় ১০ জন নিহত, নিখোঁজ ৩৩

উত্তর-পশ্চিম চীনের গানসু প্রদেশে আকস্মিক বন্যায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এতে নিখোঁজ হয়েছেন আরও ৩৩ জন। স্থানীয় সময় শুক্রবার (৮ আগস্ট) টানা ভারি বৃষ্টিপাতের কারণে এই বন্যা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি।
রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি জানায়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারের জন্য সর্বোচ্চ প্রচেষ্টাসহ সর্বাত্মক উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।
শি জিনপিং বলেছেন, ঘন ঘন চরম আবহাওয়ার কারণে সব অঞ্চলের এখন আরও সতর্ক হওয়া উচিত। তিনি ঝুঁকি চিহ্নিত করতে ও সেগুলো মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে নির্দেশ দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ফুটেজে দেখা যায়, উদ্ধারকারীরা বন্যার পানি ডিঙ্গিয়ে গ্রামবাসীদের নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন। গানসুর সরকারের পোস্ট করা ছবিতে রাস্তা পলি ও পাথরে ঢাকা পড়েছে বলে দেখা গেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীনের উত্তর ও দক্ষিণ জুড়ে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে, যা আবহাওয়াবিদরা জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত চরম আবহাওয়া হিসেবে বর্ণনা করেছেন।
এর আগে জুলাইয়ের শেষের দিক থেকে ভারি বৃষ্টিপাত ও বন্যায় বেইজিংসহ উত্তর চীন জুড়ে কমপক্ষে ৬০ জন মারা গেছেন।