আল-আকসা মসজিদে ইসরায়েলি মন্ত্রী প্রবেশে কঠোর নিন্দা সৌদির

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির প্রবেশ করায় কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটি সতর্ক করে বলছে, এ ধরনের কর্মকাণ্ড এই অঞ্চলে উত্তেজনা বাড়াতে পারে।
আজ রোববার (৩ আগস্ট) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানান। খবর আলজাজিরার।
বিবৃতিতে বলা হয়, আল-আকসা মসজিদে ইসরায়েলি কর্মকর্তাদের বারবার ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে সৌদি আবর। এ ধরনের কাজ মধ্যপ্রাচ্যে সংঘাতকে আরও উসকে দিচ্ছে।
সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে, যেন তারা ইসরায়েলি কর্মকর্তাদের এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে পদক্ষেপ নেয়। সৌদি আরবের মতে, এই কাজগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং শান্তি নষ্ট করে।

এর আগে মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে প্রার্থনা করেন বেন-গভির। যা বহু বছর ধরে চলে আসা একটি অলিখিত নিয়মের সরাসরি লঙ্ঘন।
নিয়ম অনুযায়ী, আল-আকসা মসজিদে শুধুমাত্র মুসলিমরা প্রার্থনা করতে পারেন। অমুসলিমরা সেখানে যেতে পারলেও প্রার্থনা করার অনুমতি নেই।
বেন-গভিরের এই কর্মকাণ্ডে ফিলিস্তিনি ও জর্ডানও নিন্দা জানিয়েছে।