আল-আকসা মসজিদে ইসরায়েলি মন্ত্রী, নিয়ম ভেঙে করলেন প্রার্থনাও

মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে পুলিশের পাহারায় প্রবেশ করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। সেখানে তিনি প্রার্থনাও করেছেন, যা বহু বছর ধরে চলে আসা একটি অলিখিত নিয়মের সরাসরি লঙ্ঘন। খবর আলজাজিরার
এই নিয়ম অনুযায়ী, আল-আকসা মসজিদে শুধুমাত্র মুসলিমরা প্রার্থনা করতে পারেন। অমুসলিমরা সেখানে যেতে পারলেও প্রার্থনা করার অনুমতি নেই। কিন্তু বেন-গভির এই নিয়ম ভাঙলেন।
ইসরায়েলি এই মন্ত্রী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে এই পবিত্র স্থানে প্রবেশ করেন, যা ইহুদিদের কাছে ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত।
এই পবিত্র স্থানটি পরিচালনা করে ওয়াকফ নামের একটি সংস্থা। তারা জানান, বেন-গভিরসহ মোট এক হাজার ২৫০ জন সেখানে গিয়েছিলেন এবং তারা প্রার্থনা, চিৎকার ও নাচানাচি করেছেন।

ফিলিস্তিনিরা মনে করছেন, বেন-গভিরের মতো ইসরায়েলি মন্ত্রীর এমন কর্মকাণ্ডের ফলে পবিত্র স্থানটির ওপর তাদের অধিকার হুমকির মুখে পড়ছে।
যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, আল-আকসা মসজিদের বিষয়ে ইসরায়েলের নীতি পরিবর্তন হয়নি এবং হবেও না। তবে বেন-গভিরের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।