৮.৭ মাত্রার ভূমিকম্পের পর রাশিয়া-জাপান-যুক্তরাষ্ট্রে সুনামি সতর্কতা

রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্প পর রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে ১৩৬ কিলোমিটার পূর্বে এই ভূমিকম্পটি আঘাত হানে। খবর আল জাজিরা ও সিএনএনের।
ভূমিকম্পের তীব্রতা “গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী” বলে জানিয়েছেন কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোদভ। টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানান, সুনামি সতর্কতার কারণে সেভেরো-কুরিলস্ক শহরের মানুষজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা (গ্রিনিচ সময় ১টা) থেকে হোক্কাইডোর উত্তরে ৩ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস শুরু হতে পারে, যা ধীরে ধীরে দক্ষিণের দিকে অগ্রসর হবে।
জাপানের পুরো পূর্ব উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং জনগণকে সমুদ্রতট থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপগুলোতে সুনামি আঘাত হানতে পারে বিকেল ২টার দিকে (গ্রিনিচ সময় ৫টা), এরপরই সেটি তাইওয়ানে পৌঁছাতে পারে বলে জানিয়েছে জেএমএ।
অপরদিকে, প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র হাওয়াই রাজ্যের জন্যও "সুনামি ওয়াচ" জারি করেছে।
এদিকে তাইওয়ানও নিজেদের উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলেও সুনামি সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা।

জাপানের আবহাওয়া সংস্থা সকাল ১০টা ১০ মিনিটে (গ্রিনিচ সময় ১:১০) একটি প্রেস কনফারেন্স করে বিস্তারিত জানাবে বলে জানিয়েছে।