মস্কো-পিয়ংইয়ংয়ের মধ্যে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু রাশিয়ার

রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত হিসেবে রোববার (২৭ জুলাই) মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সরাসরি নিয়মিত ফ্লাইট চালু করেছে রাশিয়া।
রুশ বিমান পরিবহন সংস্থা নর্ডউইন্ড পরিচালিত প্রথম ফ্লাইটটি মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দর থেকে ছেড়ে যায়, যাতে ৪০০-এরও বেশি যাত্রী ছিলেন। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রী চাহিদা অনুযায়ী প্রতি মাসে একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। খবর সিএনএনের।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়ার নতুন সমুদ্র সৈকত রিসোর্ট ওনসান-কালমা সফর করেন এবং দেশটির নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করেন। তিনি জানান, রাশিয়ান পর্যটকদের ওই রিসোর্টে ভ্রমণে উৎসাহিত করা হবে।
উত্তর কোরিয়ার অর্থনীতি চাঙ্গা করতে পর্যটন খাতের উন্নয়নকে কেন্দ্র করে কাজ করছেন কিম জং উন। প্রায় ২০ হাজার মানুষের ধারণক্ষমতা সম্পন্ন এই বিশাল রিসোর্টটি তার পর্যটন উন্নয়ন পরিকল্পনার অন্যতম অংশ।
করোনাভাইরাস মহামারির সময় আরোপিত কঠোর বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল করছে উত্তর কোরিয়া এবং ধাপে ধাপে সীমান্ত পুনরায় চালু করছে। তবে আন্তর্জাতিক পর্যটন পুরোপুরি চালু হবে কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি পিয়ংইয়ং।
এর আগে ২০২৩ সালে রাশিয়ার পূর্বাঞ্চলীয় বন্দরনগরী ভ্লাদিভোস্তক ও পিয়ংইয়ংয়ের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালু হয়, যা মহামারির কারণে একসময় বন্ধ ছিল।

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক ও অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক অনেকটাই জোরদার হয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে উত্তর কোরিয়া অস্ত্র এবং সৈন্য সরবরাহ করছে বলে পশ্চিমা বিশ্ব অভিযোগ করছে।