তুরস্কে ভয়াবহ দাবানলে ১০ দমকলকর্মী নিহত

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের এসকিসেহির প্রদেশে ভয়াবহ দাবানল নেভাতে গিয়ে অন্তত ১০ জন দমকলকর্মী ও উদ্ধারকর্মী মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৪ জন। দেশটির মধ্য ও পশ্চিমাঞ্চলে তাপমাত্রা বাড়ার মধ্যেই এই দুঃখজনক ঘটনা ঘটল। খবর আলজাজিরার।
তুরস্কের কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইয়ুমাকলি বুধবার (২৩ জুলাই) জানিয়েছেন, দিনের শুরুতে ২৪ জন দমকলকর্মী দাবানলে আটকা পড়েছিলেন। এদের মধ্যে পাঁচজন বনকর্মী ও পাঁচজন উদ্ধারকারী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন। আকস্মিকভাবে বাতাসের তীব্র দিক পরিবর্তনের কারণে আগুন দমকলকর্মীদের দলকে গ্রাস করে। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে দুর্ভাগ্যবশত ১০ জন মারা যান।
মন্ত্রী আরও জানান, বাকি চৌদ্দ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন। তিনি তুর্কি টেলিভিশনকে বলেন, দুর্ভাগ্যবশত, আমরা পাঁচজন দমকলকর্মী ও পাঁচজন উদ্ধারকারী হারিয়েছি।
তুর্কি সংবাদ ওয়েবসাইট বীরগান জানিয়েছে, দলটি আগুনে আটকা পড়েছিল, তারা ‘জীবন্ত পুড়ে গেছে’। স্থানীয় আইনপ্রণেতা নেবি হাতিপোগলু সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, আমাদের শোক বর্ণনা করার জন্য কোনো শব্দ নেই।
গত রোববার (২০ জুলাই) থেকে তুরস্কে তীব্র তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে ইস্তাম্বুল এবং রাজধানী আঙ্কারার মধ্যে দাবানল ছড়িয়ে পড়েছে। এর ফলে ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে ও বেশ কয়েকটি গ্রাম থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে।
মন্ত্রী ইউমাকলি বলেছেন, বৃহস্পতিবারও (২৫ জুলাই) তীব্র তাপ ও অস্থির বাতাসের পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। তিনি দেশের ৮৬ মিলিয়ন নাগরিককে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগান ‘তাদের জীবনের বিনিময়ে আমাদের বন রক্ষার জন্য’ লড়াই করা ক্ষতিগ্রস্তদের প্রশংসা করেছেন। এরদোগান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক বার্তায় বলেছেন, আমি আমাদের ভাই-বোনদের জন্য সৃষ্টিকর্তার করুণা প্রার্থনা করি, যারা আমাদের বন রক্ষার জন্য তাদের জীবনের বিনিময়ে লড়াই করেছিলেন। আমি তাদের পরিবার ও আমাদের জাতির প্রতি সমবেদনা জানাই।
দেশটির বিচারমন্ত্রী জানিয়েছেন, দুইজন প্রসিকিউটরকে এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবারের এই মৃত্যুর ফলে এ বছর দেশে দাবানলে মৃতের সংখ্যা ১৩ জনে দাঁড়িয়েছে। এই মাসের শুরুতে ইজমির প্রদেশের ওডেমিস শহরের কাছে ভয়াবহ দাবানলে একজন বৃদ্ধ ও দুই বনকর্মীর মৃত্যু হয়েছিল।