ইস্তাম্বুলে আজ বৈঠকে বসছে ইউক্রেন-রাশিয়া

দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে তুরস্কের ইস্তাম্বুলে আলোচনায় বসছে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দল। আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। তবে এই আলোচনা ‘কঠিন’ হবে বলে ইঙ্গিত দিয়েছে মস্কো। ফলে বড় কোনো সাফল্যের সম্ভাবনা নিয়ে এখনই আশাবাদী হতে চাইছে না কোনো পক্ষই। খবর এএফপির।
প্রতিবেদনে বলা হয়, উভয় দেশের প্রতিনিধিদল ইতোমধ্যেই ইস্তাম্বুলের উদ্দেশে রওনা দিয়েছে। এর আগে গত মে ও জুন মাসেও ইস্তাম্বুলে দুই পক্ষের মধ্যে বৈঠক হয়েছিল। তবে সেসব আলোচনায় কেবল বন্দি ও সেনাদের মরদেহ বিনিময়েই তারা একমত হতে পেরেছিল।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে যুদ্ধ বন্ধের জন্য ‘৫০ দিন’ সময় বেঁধে দেন। তা না হলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। কিন্তু ক্রেমলিন নিজেদের দাবি থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি। আজ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘কেউই সহজ পথের আশা করছে না। এটি খুব কঠিন হবে।’

অন্যদিকে ইউক্রেন আশা করছে, এই আলোচনায় বন্দি মুক্তি নিয়ে কথা হবে। একই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি সম্ভাব্য বৈঠকের পথ তৈরি হবে। তবে মস্কো জানিয়েছে, পুতিন ও জেলেনস্কির মধ্যে আলোচনার আগে ‘অনেক কাজ’ করার প্রয়োজন রয়েছে। এর আগে ২০১৯ সালে শেষবার দেখা করেছিলেন এই দুই নেতা।