দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে ১৪ জন নিহত

দক্ষিণ কোরিয়ায় কয়েক দিনের টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন।
দক্ষিণ কোরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ রোববার (২০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বুধবার (১৬ জুলাই) থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নিতে হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, বৃষ্টির কারণে সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৪১ হাজার পরিবার।
যদিও দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টি কিছুটা কমেছে, তবে রাজধানী সিউল এবং উত্তরাঞ্চলে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

বন্যার পানিতে হাজার হাজার সড়ক, ভবন এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত বা ডুবে গেছে। এতে ব্যাপকভাবে গবাদি পশুর মৃত্যুর খবরও পাওয়া গেছে।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চলে, সেখানে সানচিয়ং কাউন্টিতে ছয়জন নিহত এবং সাতজন নিখোঁজ রয়েছেন।
নিহতের ঘটনা ঘটেছে সিউলের নিকটবর্তী উত্তরের পার্বত্য এলাকা এবং দেশের পশ্চিম ও উত্তরাংশের বিভিন্ন জায়গাতেও।

দেশজুড়ে একাধিক অঞ্চলে ভূমিধসের গুরুতর সতর্কতা জারি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই রোববার একটি বহুমুখী উদ্ধার ও পুনর্গঠন কার্যক্রম শুরু করা হয়েছে।
উদ্ধার তৎপরতা চলমান থাকায় আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।