ইরানে বাস উল্টে ২১ জনের মৃত্যু, আহত ২৯

এআই জেনারেটেড ছবি
ইরানের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী বাস উল্টে ২১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন। শনিবার (১৯ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। খবর এএফপির।
প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনাটি রাজধানী তেহরান থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে কাভার শহরের কাছে ঘটেছে।
কাভার হাসপাতালের পরিচালক মোহসেন আফ্রাসিয়াবি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ২১ জনের মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

ইরানের গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি বাস পাহাড়ী রাস্তার পাশে উল্টে পড়ে আছে।
ইরানের সড়ক নিরাপত্তার রেকর্ড বেশ খারাপ। দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, গত মার্চ মাস পর্যন্ত এক বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।