ইরান ছাড়তে শুরু করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকরা

পারমাণবিক স্থাপনায় নজরদারির জন্য নিয়োজিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করেছে ইরান। এরই মধ্যে আজ শুক্রবার (৪ জুলাই) সংস্থাটির পরিদর্শকরা ইরান ছেড়ে ভিয়েনার উদ্দেশে রওনা হয়েছেন। খবর মেহের নিউজ এজিন্সির।
এর আগে গত বুধবার (২ জুলাই) আইএইর সঙ্গে সহযোগিতা বন্ধে দেশটির সংসদে পাস হওয়া একটি বিল অনুমোদন দেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। যেখানে আইএইএর বিরুদ্ধে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ পদক্ষেপের অভিযোগ তোলা হয়েছে। বিলটিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, দেশের পারমাণবিক স্থাপনা ও শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত না হলে আইএইএ পরিদর্শকদের ইরানে প্রবেশ করতে দেওয়া হবে না।
যদিও আইএইএ প্রাথমিকভাবে জানিয়েছিল, তারা ইরানের আনুষ্ঠানিক বিবৃতির জন্য অপেক্ষা করছে। পরিদর্শকদের ইরান ছাড়ার কোনো নির্দেশ দেওয়া হয়নি। তবে আজকের এই খবর ইঙ্গিত দেয় যে ইরান তার স্থগিতাদেশ কার্যকর করেছে। দেশটি আইএইএর প্রধান রাফায়েল গ্রোসিকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে অভিযোগ করছে এবং তার প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপের কথাও বিবেচনা করছে।

গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। ইরানের অভিযোগ, আইএইএর ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ প্রতিবেদনই এই হামলার পথ সুগম করেছে।