ট্রাম্পের বিরুদ্ধে গণপ্রতিরোধের ডাক

মার্কিন নাগরিকদের জন্য জরুরি বার্তা ঘোষণা করেছেন দেশটির তথ্যচিত্র নির্মাতা মাইকেল মুর। আর এতে বলা হয়েছে, দেরি হওয়ার আগেই তাঁরা যেন বাড়ির বাইরে এসে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া রুখে দেন।
সমালোচক ও ট্রাম্পবিরোধীদের ট্রাম্পের বিরুদ্ধে নিজেদের রাগ ও প্রতিবাদকে কাজে লাগাতে আহ্বান জানিয়েছেন এই নির্মাতা। যে মুহূর্তে ট্রাম্প হোয়াইট হাউসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখনই এর বিরুদ্ধে জনগণকে পথে নামতে আহ্বান জানালেন তিনি।
এমএসএনবিসি চ্যানেলকে মাইকেল মুর বলেন, এখন তাঁদের কৌশল হবে আগুন হয়ে আগুনের সঙ্গে খেলা। ওই মানুষটির (ডোনাল্ড ট্রাম্প) হোয়াইট হাউসে প্রবেশের কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিন মিলিয়ন বা ৩০ লাখ জনপ্রিয় ভোটের ব্যবধানে হিলারি ক্লিনটন জয়ী হওয়ার পরেও ট্রাম্পের জয় নিয়ে কীভাবে ডেমোক্রেটিক প্রার্থীরা সংযম দেখাচ্ছেন তার কড়া সমালোচনা করেছেন মাইকেল মুর। রিপাবলিকানদের সঙ্গে এমন হলে তারা কোনোভাবেই ছাড় দিত না বলেও মনে করেন তিনি। এই সমালোচক বলেন, ‘হিলারি ক্লিনটনের প্রচারণা এবং প্রেসিডেন্ট বারাক ওবামা সবাই খুব ভালো মানুষ হিসেবে নিজেদের প্রমাণর চেষ্টা করেছেন। কিন্তু এটা ভালোমানুষী দেখানোর সময় নয়। এটা খুব গুরুতর বিষয়। আমাদের গণতন্ত্র এখন হুমকির মুখে পড়েছে।’
ইলেকটোরাল কলেজ ভোটে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার আগেই এর বিরুদ্ধে পথে নামতে হবে বলে মনে করেন মুর। আর এ জন্য যা করার তা ২০ জানুয়ারির আগেই করতে হবে বলে মত তাঁর। তাই আগামীকাল সোমবারের ইলেকটোরাল কলেজ ভোটের আগেই প্রতিবাদকারীদের পথে নামার আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের জন্য এর নাগরিকদের জেগে উঠতে বলেন তিনি। সে জন্য আজ ও কাল সবাইকে বিক্ষোভে অংশ নিতেও আহ্বান জানান তিনি।
মুর সেই সব ভবিষ্যৎ-বক্তাদের একজন, যিনি বহু আগেই বলেছিলেন যে, ডোনাল্ড ট্রাম্প দলের মনোনয়নও পাবেন আবার প্রেসিডেন্টও নির্বাচিত হবেন। তবে আরেক ভবিষ্যৎবাণীতে তিনি এটাও বলেছেন যে, পদত্যাগ করবেন ডোনাল্ড ট্রাম্প। আর তা না হলে মেয়াদ থাকাকালীনই তাঁকে অভিশংসন করা হতে পারে।