বাগদাদির খোঁজ দিলেই ২৫ মিলিয়ন ডলার!

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদির কোনো খোঁজ দিতে পারলেই পুরস্কার হিসেবে মিলবে ২৫ মিলিয়ন ডলার (প্রায় ২০ কোটি টাকা)।
স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ পুরস্কার ঘোষণা করে। এর আগে ২০১১ সালে বাগদাদির সন্ধানের জন্য ১০ মিলিয়ন ডলার খরচ করতে রাজি ছিল যুক্তরাষ্ট্র।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত রিওয়ার্ড ফর জাস্টিস প্রোগ্রামের (বিচারে সহায়তার জন্য পুরস্কার কর্মসূচি) ওয়েবসাইটে বলা হয়, ‘বাগদাদিকে ধরিয়ে দেওয়া বা সন্ধানের জন্য ২০১১ সালে ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়। এর পরই তাঁর পক্ষ থেকে হুমকির আশঙ্কা আরো বেড়ে গেছে।’
বাগদাদি ইরাক ও সিরিয়ায় আইএস অধিকৃত অঞ্চলের স্বঘোষিত নেতা। বিভিন্ন নিষ্ঠুর ও অমানবিক কাজের জন্য কুখ্যাতি অর্জন করেছেন তিনি। সন্ত্রাসবিরোধী যুদ্ধে মার্কিনিদের শত্রুতালিকায় বেশ কিছুদিন ধরে শীর্ষস্থানে আছে বাগদাদির নাম। তাই তাঁর হদিস পাওয়ার জন্য যুক্তরাষ্ট্র কখনই চেষ্টায় ঘাটতি রাখেনি।
তবে বাগদাদি সব সময়ই ধরাছোঁয়ার বাইরে। শুধু ভিডিও ও অডিওবার্তার মাধ্যমেই তিনি নিজেকে জনসমক্ষে আনতেন।
২০১৫ সালের অক্টোবরে ইরাকি সরকারি বাহিনী দেশটির পশ্চিম আনবার প্রদেশে আইএসের একটি গাড়িবহরে বিমান হামলা চালায়। সেখানে একটি গাড়িতে বাগদাদি অবস্থান করছিলেন বলে দাবি করে ইরাকি সেনারা। কয়েক সপ্তাহ পর জানা যায়, ওই হামলায় বাগদাদি নিহত হননি। কিন্তু গুরুতরভাবে আহত হয়েছেন।