নতুন করে সাজানো হচ্ছে গুয়ানতানামো বে কারাগার

ঢেলে সাজানো হচ্ছে কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পরিচালিত গুয়ানতানামো বে কারাগার।
বন্দি নির্যাতন ও মৃত্যুর ঘটনায় কুখ্যাতি লাভ করে কারাগারটি। এ ঘটনায় বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে। পরে কারাগারটি বন্ধের প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ লক্ষ্যে সেখানে বন্দির সংখ্যা ৬৮০ থেকে কমিয়ে ৫৯ জনে আনা হয়।
আবার নতুন করে সাজানো হচ্ছে কারাগারটি। এরই ধারাবাহিকতায় সেখানে ৮ দশমিক ৪ বিলিয়ন ডলার খরচ করে একটি মেডিকেল ক্লিনিক তৈরি করছে মার্কিন সেনাবাহিনী। এ ছাড়া ১২ দশমিক ৪ বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা হচ্ছে সেনাদের জন্য ডাইনিং সুবিধা।
এ থেকে বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে যে, এত সহজে বন্ধ করা হচ্ছে না কারাগারটি। আর পুরো সিদ্ধান্তটি নির্ভর করছে মার্কিন নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের ওপর।
তবে এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, কারাগারটি খোলা থাক, এমনটাই তাঁর ইচ্ছা। আর সেখানে ‘কিছু খারাপ লোককে ভরে রাখবেন’ বলেও জানিয়েছেলেন তিনি।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান হামলার পর সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা ও তালেবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র সরকার। আটক আল-কায়েদা ও তালেবান সদস্যদের রাখার জন্য সে সময় নির্মাণ করা হয় কারাগারটি।
বিভিন্ন মানবাধিকার সংগঠনের অভিযোগ, কারাগারটির বেশির ভাগ বন্দিকেই বিনা অভিযোগে আটক করা হয়েছিল। এ ছাড়া তাদের ওপর অকথ্য নির্যাতন চালানো হতো। এর পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে।